বাংলাদেশ, জেলার সংবাদ

১০৯৯ বিয়ে পড়ানোর পর বিয়ের পিঁড়িতে বসলেন কাজী

লক্ষ্মীপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৩০শে জানুয়ারী ২০২৪ ০২:৪৪:২৩ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

এক হাজার বিয়ে পড়ানোর পর তিনি নিজে বিয়ে করবেন বলে প্রতিজ্ঞা করেছিলেন কাজী। অবশেষে ১০৯৯ বিয়ে পড়িয়ে সে প্রতিজ্ঞা পূরণ করতে বিয়ের পিড়িতে বসলেন তিনি। এমনই ঘটনা ঘটেছে লক্ষ্মীপুরের রায়পুরে।

আলোচিত সেই কাজী মামুনুর রশীদের এমন ঘটনা দেখতে কৌতূহল জেগেছে লক্ষ্মীপুরের মানুষের। রবিবার নিজের বউভাত অনুষ্ঠানে বিষয়টি নিশ্চিত করেন কাজী মামুনুর রশিদ।

এর আগে, গত শনিবার দুপুরে লক্ষ্মীপুর ওয়েলকাম চাইনিজ রেস্টুরেন্টে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বিয়ের কাজ সম্পন্ন হয়।

বর কাজী মামুনুর রশীদের বাড়ি লক্ষ্মীপুর রায়পুর পৌর ৬ নম্বর ওয়ার্ডের মৌলবি আব্দুল্লাহ সাহেবের বাড়ির কাজী মাওলানা মহতাসিম বিল্লাহর ছেলে। কনে লক্ষ্মীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ভূঁইয়া বড়ির মকবুল আহমেদের মেয়ে কানিজ ফাতেমা নুরা। এর আগে গাড়ী সাজিয়ে গ্রামের বন্ধু, সহকর্মী ও স্থানীয় মুরব্বিদের নিয়ে বিয়ের আসরে আসেন বর কাজী মামুন।

জানা যায়, ২০১৭ সালে কাজী মামুনুর রশীদ বাবার হাত ধরে কাজী পেশার সাথে যুক্ত হন। এখন পর্যন্ত তিনি প্রায় ১০৯৯টি বিয়ে পড়িয়েছেন। বিষয়টি নিয়ে কৌতূহল জাগে বন্ধু ও গ্রামের অনেকের মধ্যে। যদিও রবিবার তার বউভাতের দিন থাকলেও তিনি আরও দুটি বিয়ে পড়ান।

ডিবিসি/ এইচএপি

আরও পড়ুন