বাংলাদেশ, জাতীয়

এখনো চার শতাধিক পিস্তল হারানো আছে, যা দুশ্চিন্তার বিষয়: ইসি সানাউল্লাহ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, হারানো ও অবৈধ অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান চলমান রাখতে হবে। এখনো চার শতাধিক পিস্তল উদ্ধার হওয়া বাকি রয়েছে, যা বর্তমান পরিস্থিতির জন্য দুশ্চিন্তার কারণ। তবে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ শুরুর পর পাঁচ শতাধিক অস্ত্র উদ্ধার হওয়ায় কিছুটা স্বস্তিও রয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে এই সভা অনুষ্ঠিত হয়।

 

নির্বাচন কমিশনার বলেন, সন্ত্রাসীদের চলাচল রোধে চেকপয়েন্ট অপারেশন রেনডমলি (এলোমেলোভাবে) পরিচালনা করতে হবে, যাতে অপরাধীরা এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতে নিরাপদ বোধ না করে।

 

নির্বাচনকালীন দায়িত্ব পালন প্রসঙ্গে তিনি বলেন, আনসার বাহিনীর ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যেন কোনো ভুয়া ব্যক্তি আনসারের পোশাক পরে দায়িত্ব পালন করতে না পারে। বিগত নির্বাচনগুলোতে এটি একটি বড় চ্যালেঞ্জ ছিল বলে তিনি উল্লেখ করেন।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন