কেরানীগঞ্জের জাবালে নূর টাওয়ারে ভোর সাড়ে পাঁচটায় লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের সঙ্গে যোগ দিয়েছে সেনাবাহিনী ও বিজিবি। ভবনটিতে ঝুট কাপড়ের গোডাউন থাকায় প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়েছে, যা নির্বাপণ কাজে বাধার সৃষ্টি করছে। তবে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় ভবন থেকে ৪২ জন বাসিন্দাকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।
দশ তলা এই ভবনটির বেইজমেন্ট থেকে দ্বিতীয় তলা পর্যন্ত ছিল গোডাউন এবং ওপরের তলাগুলো ছিল আবাসিক। উপজেলা প্রশাসন জানিয়েছে, ভবনটিতে বিল্ডিং কোড মানা হয়নি এবং গ্যারেজের জায়গায় গোডাউন করা হয়েছিল। ঘটনার তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগুনের ভয়াবহতা দেখে বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
ডিবিসি/আরএসএল