রাজধানী

মোবাইল ডেটার সর্বনিম্ন মেয়াদ ৭দিন করল বিটিআরসি

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

সোমবার ১৮ই সেপ্টেম্বর ২০২৩ ০৪:৫৭:৫৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মোবাইল অপারেটরগুলোর ইন্টারনেট প্যাকেজে ডেটার সর্বনিম্ন মেয়াদ তিন দিন থেকে বাড়িয়ে সাত দিন করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

রবিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসির প্রধান সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে নতুন প্যাকেজ নির্দেশিকা ঘোষণা করে বিটিআরসি। যা আগামী ১৫ অক্টোবর থেকে কার্যকর হবে।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘তিন দিনের প্যাকেজে ১৫ জিবি ডেটা দিলে তা গ্রাহকের উপকারে আসে না। মোবাইল অপারেটরগুলো ব্যবসায়িক স্বার্থে ডাটার মেয়াদ সীমিত রাখতে চায়।

আগের অসংখ্য প্যাকেজ থাকায় মানুষ বিভ্রান্তিতে পড়েছে, নতুন নির্দেশিকায় ৪০টি প্যাকেজ গ্রাহকদের স্বাচ্ছন্দ দেবে। বর্তমানে ৩ দিনের প্যাকেজের যে মেয়াদ সেটাই ৭ দিনের মেয়াদ হবে।’

বিটিআরসির মহাপরিচালক (সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস) নাসিম পারভেজ নতুন প্যাকেজ নির্দেশিকার বিস্তারিত ঘোষণা করেন।

প্যাকেজ সংখ্যা ও মেয়াদ নির্দেশনা অনুযায়ী সব ধরনের প্যাকেজের সংখ্যা হবে ৪০টি, যা আগে ছিলো ৮৫টি। প্যাকেজের সময়সীমা হবে ৭ দিন, ৩০ দিন এবং আনলিমিটেড, যা আগে ছিল ৩ দিন, ৭ দিন, ১৫ দিন এবং ৩০ দিন।


আনলিমিটেড ডেটা প্যাকেজগুলো হবে ২৫ জিবি, ৫০ জিবি এবং ৭৫ জিবি। এই তিনটি ভলিউমের যে কোনো একটি মেয়াদহীন হিসেবে গণ্য হবে। বিটিআরসির অনুমোদন নিয়ে পরে ভলিউম পাল্টানো যাবে।

গ্রাহকরা অপারেটরগুলোর অ্যাপ ব্যবহার করে তারা তাদের পছন্দ অনুযায়ী টকটাইম, ডেটা ভলিউম, সোশ্যাল প্যাক, এসএমএস প্যাক মিলিয়ে নিতে পারবেন।

মেয়াদ শেষ হওয়ার আগে একই প্যাকেজ কিনলে অব্যবহৃত ডেটা পরের প্যাকেজে যোগ হয়ে যাবে। একই ভলিউমের সাত বা ৩০ দিন মেয়াদের প্যাকেজের মেয়াদ ফুরানোর আগে গ্রাহক ওই প্যাকেজ আবার কিনলে সেটিরও ডেটা যোগ হবে। এভাবে ক্যারি ফরওয়ার্ড করা যাবে সর্বোচ্চ ৫০ জিবি ডেটা পর্যন্ত।

সোশ্যাল প্যাকেজের মেয়াদের মধ্যে একই প্যাক আবার নিলেও অব্যবহৃত ডেটা ক্যারি ফরওয়ার্ড হবে। বোনাস হিসেবে প্রদান করা ডেটাও যোগ হবে।

যে কোনো প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার এক দিন আগে গ্রাহককে এসএমএস পাঠিয়ে তা জানাতে হবে। এছাড়া গ্রাহককে অপারেটররা প্রতিদিন সর্বোচ্চ তিনটি প্রমোশনাল এসএমএস দিতে পারবে।


ডিবিসি/কেএমল

আরও পড়ুন