বাংলাদেশ, রাজধানী

এখন পর্যন্ত তফসিল ঘোষণার দিন নির্ধারণ হয়নি: ইসি সচিব

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, সকাল সাড়ে ১১টা থেকে আমরা নির্বাচনের প্রস্তুতির বিষয়ে আয়োজিত মিটিংয়ে ছিলাম। নির্বাচন কমিশন এখন পর্যন্ত তফসিল ঘোষণার দিন নির্ধারণ করতে পারে নাই।

আজ শনিবার (৬ই ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের এক প্রশিক্ষণ কর্মসূচিতে তিন এসব কথা বলেন।

 

এদিকে নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল কবে হবে- তা নির্ধারণে রবিবার (৭ই ডিসেম্বর) বৈঠকে বসবে ইসি। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ দিন সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনে ১০তম কমিশন বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের আলোচ্যসূচিতে নির্বাচনের তফসিল ঘোষণাও রাখা হয়েছে।

 

এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, রবিবার কমিশন বৈঠক অনুষ্ঠিত হবে। এতে তফসিল কবে-তা নির্ধারণ হতে পারে। এর আগে তিনি জানিয়েছিলেন, ১১ই ডিসেম্বরের মধ্যে তফসিল হতে পারে। আর ভোট হতে পারে ৮ থেকে ১২ই ডিসেম্বরের মধ্যে।

 

ডিবিসি/ এইচএপি 

আরও পড়ুন