বাংলাদেশ, অর্থনীতি

এনবিআরের শাটডাউন: দেশের সব স্থলবন্দরের কার্যক্রম বন্ধ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

রবিবার ২৯শে জুন ২০২৫ ০২:১৮:০১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তাদের কমপ্লিট শাটডাউন কর্মসূচির ফলে টানা দ্বিতীয় দিনের মতো সারাদেশের সব স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।

আজ রবিবার (২৯শে জুন) সকালেও পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। কোনো পণ্যবাহী গাড়ি বন্দরে আসেনি এবং বাংলাদেশ থেকেও কোনো রপ্তানি পণ্য বিদেশে পাঠানো সম্ভব হয়নি।


কর্মসূচির প্রভাবে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ভারতের মহদিপুর স্থলবন্দরে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় শত শত পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে এবং সোনামসজিদ বন্দরের ভেতরেও বেশকিছু ট্রাক আটকা অবস্থায় আছে। এ বিষয়ে সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার আরিফুল ইসলাম জানান, এটি একটি কেন্দ্রীয় কর্মসূচি এবং এর অংশ হিসেবে তারা দ্বিতীয় দিনের মতো শাটডাউন পালন করছেন। একারণে বন্দরে শুল্ক আদায়সহ সব ধরনের দাপ্তরিক কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।


উল্লেখ্য, গতকাল শনিবারও চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ছাড়াও কুমিল্লার বিবির বাজার, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, পঞ্চগড়ের বাংলাবান্ধা, যশোরের বেনাপোল এবং সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে দিনব্যাপী সম্পূর্ণ শাটডাউন কর্মসূচি পালিত হয়, যার ফলে এসব বন্দরেও বাণিজ্য কার্যক্রম স্থবির হয়ে পড়ে।
 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন