জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভেঙে দুই ভাগ করা হয়েছে। রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ করে অধ্যাদেশ জারি করেছে সরকার।
সোমবার (১২ই মে) রাতে এই অধ্যাদেশ জারি করা হয়। এতে বলা হয়েছে, রাজস্ব নীতি বিভাগ কর আইন প্রয়োগ ও কর আদায়ের পরিস্থিতি ‘মূল্যায়ন’ করবে। আর রাজস্ব ব্যবস্থাপনা বিভাগে প্রশাসনিক পদে অ্যাডমিন ক্যাডারের পাশাপাশি কাস্টমস ও আয়কর ক্যাডারের কর্মকর্তাদের রাখা যাবে।
এদিকে, আজ বিকেল ৩টা থেকে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন বিক্ষুব্ধ কর্মকর্তারা। তারা বলেন, কোনো সমীক্ষা বা সংশ্লিষ্ট পক্ষের মতামত ছাড়াই এমন অধ্যাদেশ দেশের রাজস্ব কাঠামো ও অর্থনীতিকে হুমকির মুখে ফেলবে।
ডিবিসি/এমএ