বাংলাদেশ, রাজনীতি

এনসিপিতে অভ্যন্তরীণ কোনো দ্বন্দ্ব নেই: আখতার হোসেন

ডেস্ক ‍নিউজ

ডিবিসি নিউজ

শনিবার ১৬ই আগস্ট ২০২৫ ০৯:০৮:০৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) কোনো অভ্যন্তরীণ দ্বন্দ্ব নেই বলে দাবি করেছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন।

তিনি আরও জানান, সবাই ঐক্যবদ্ধভাবেই দলের কার্যক্রম পরিচালনা করছে। সম্প্রতি দলের কয়েকজন নেতার কক্সবাজার সফর ঘিরে তৈরি হওয়া বিতর্কের জন্য গণমাধ্যমের দায়িত্বহীনতাকে দায়ী করেন তিনি।


গত ৫ই আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির পাঁচ নেতার ব্যক্তিগত সফরে কক্সবাজার যাওয়া নিয়ে ব্যাপক জল্পনা-কল্পনা তৈরি হয়। বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে নানা মুখরোচক সংবাদ পরিবেশিত হলে দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের গুঞ্জন ওঠে। আখতার হোসেন এই গুঞ্জনকে সম্পূর্ণরূপে উড়িয়ে দেন। তিনি বলেন, এই ইস্যুতে গণমাধ্যম দায়িত্বশীল আচরণ করেনি। বিশেষ করে দলের একজন নারী নেত্রীকে জড়িয়ে কুৎসা রটনার তীব্র সমালোচনা করেন তিনি। 

 

আখতার হোসেন জানান, দলের পক্ষ থেকে সংশ্লিষ্ট নেতাদের কাছে সফরের কারণ জানতে চাওয়া হয়েছে এবং শিগগিরই এ বিষয়ে দলীয় সিদ্ধান্ত জানানো হবে।


সরকারি পৃষ্ঠপোষকতায় এনসিপি 'কিংস পার্টি' হচ্ছে কি-না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এনসিপির জনপ্রিয়তাকে অনেকে 'সরকারি সুবিধা' বলে মনে করছেন। তাদের দলের জন্য কোনো নিপীড়নের ঘটনা ঘটছে না বলেও তিনি দাবি করেন।


উল্লেখ্য, গত ২৮শে ফেব্রুয়ারি শেরে বাংলা নগরে জাতীয় সংসদ ভবনের সামনের সড়কে এক বিশাল সমাবেশের মাধ্যমে রাজনৈতিক দল হিসেবে এনসিপি'র আত্মপ্রকাশ হয়।
 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন