এনসিপির জুলাই পদযাত্রা আজ ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হচ্ছে। কর্মসূচির অংশ হিসেবে দলটির কেন্দ্রীয় নেতারা আজ সকালে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজে জুলাই অভ্যুত্থানে আহত ও শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর শহরের কাউতলি মোড়ে একটি জমায়েতে একত্রিত হয়ে পদযাত্রা শুরু হয়।
বৃহস্পতিবার (২৪শে জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্ত মঞ্চে একটি পথসভায় বক্তব্য রাখবেন দলের শীর্ষ নেতারা। এরইমধ্যে ব্রাহ্মণবাড়িয়া ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে এনসিপির কর্মীরা সমাবেশস্থলে জড়ো হয়েছেন। এনসিপির নেতারা জানিয়েছেন, এই পদযাত্রার মূল উদ্দেশ্য হচ্ছে জনমত গঠন এবং দেশের উন্নয়নে গণসচেতনতা সৃষ্টি করা।
ব্রাহ্মণবাড়িয়ায় কর্মসূচি শেষে এনসিপির পদযাত্রা যাত্রা করবে হবিগঞ্জের উদ্দেশ্যে।
ডিবিসি/আরএসএল