জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোনো পরনির্ভরশীল রাজনীতি করতে আসেনি বলে মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
মঙ্গলবার (৪ঠা নভেম্বর) রাতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এক পথসভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, কারো সঙ্গে জোট বা অ্যালায়েন্স হবে কি না, এটা পরবর্তী বিষয়। তিনি আরও জানান, আগামী ৩০শে নভেম্বরের মধ্যে দেশের ইউনিয়নের পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে আহ্বায়ক ওয়ার্ড কমিটি গঠন করা হবে।
ডিবিসি/আরএসএল