অপরাধ, রাজধানী

এনু-রূপনের বাসার ৫ সিন্দুকে মিললো সাড়ে ২৬ কোটি নগদ অর্থ, এফডিআর ও স্বর্ণালঙ্কার

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৫শে ফেব্রুয়ারি ২০২০ ০৭:৩৮:২২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ক্যাসিনোকাণ্ডে গ্রেপ্তার এনু-রূপন ভূঁইয়ার আরেকটি বাসায় অভিযান চালিয়ে জব্দকৃত বিপুল পরিমাণ টাকা গণনা শেষে র‌্যাবের সংবাদ সম্মেলন।

ক্যাসিনোকাণ্ডে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা দুই ভাই এনামুল হক এনু ও রূপন ভূঁইয়ার পুরান ঢাকার আরেকটি বাসায় অভিযান চালিয়েছে র‌্যাব-৩। অভিযানে জব্দকৃত বিপুল পরিমাণ টাকা গণনা শেষে সংবাদ সম্মেলন করেছে র‌্যাব। প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-৩ এর পরিচালক লে. কর্নেল রাকিবুল হাসান জানান, এনু-রূপনের বাসা থেকে নগদ টাকার পরিমাণ ২৬ কোটি ৫৫ লাখ। সেই সঙ্গে, ৫ কোটি ১৫ লাখ টাকার এফডিআর, ১ কেজি স্বর্ণসহ চারটি দেশের মুদ্রা জব্দ করেছে র‌্যাব।

এর আগে, সোমবার রাতে অভিযান চালিয়ে ঐ বাড়ি থেকে ৫টি সিন্দুক ভর্তি নগদ টাকা, এফডিআর, বেশ কিছু ডলার, স্বর্ণালংকার ও ক্যাসিনো সরঞ্জাম জব্দ করা হয়।

রাজধানীর পুরান ঢাকার ১১৯ নম্বর লালমোহন সাহা স্ট্রীটের জাহানারা ভূঁইয়া নামের ওই ছয়তলা বাড়িতে সোমবার মধ্যরাতে অভিযান চালায় র‌্যাব-৩। ভবনটির নিচতলার তালাভেঙে ভেতরে ঢোকে র‌্যাব সদস্যরা।

অভিযানের নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। অবৈধ সম্পদ অর্জনসহ নানা অভিযোগে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান সারোয়ার আলম।

এর আগে, গেল বছরের ২৪শে ক্যাসিনোকাণ্ডের মূল হোতা এনামুক এনু-রূপন ভূঁইয়া এবং তাদের দুই কর্মচারীর বাসায় অভিযান চালায় র‌্যাব সদস্যরা। অভিযান চালিয়ে পাঁচ কোটি টাকা এবং সাড়ে ৭ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়। এরপর ঢাকার বিভিন্ন এলাকায় তাদের অন্তত ১৫টি বাড়ির সন্ধানের তথ্য পাওয়া যায়। এ ঘটনায় রাজধানীর গেণ্ডারিয়া ও ওয়ারী থানায় সাতটি পৃথক মামলা করা হয়।

পরে, গত ১৩ই জানুয়ারি এনু-রূপন দুই ভাইকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। তারা দু'জন এখন কারাগারে রয়েছেন। এনামুল হক ওরফে এনু ভূঁইয়া গেণ্ডারিয়া থানা আওয়ামী লীগের সহসভাপতি ও রূপন ভূঁইয়া একই ইউনিটের যুগ্ম সাধারণ সম্পাদক।

আরও পড়ুন