বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, টেকসই প্রবৃদ্ধি এবং বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার লক্ষ্যে দক্ষ মানবসম্পদ গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশনস (এফবিএইচআরও)-এর ৭ম জাতীয় মানবসম্পদ কনভেনশন।
ঢাকার ফাইভ স্টার হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে দিনব্যাপী আন্তর্জাতিক মানের এই আয়োজন সম্পন্ন হয়।
জ্ঞানভিত্তিক অর্থনীতি ও প্রযুক্তিনির্ভর দ্রুত পরিবর্তনশীল কর্মপরিবেশে সক্ষম জনশক্তি গঠনকে জাতীয় স্বার্থের অন্যতম অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে এই কনভেনশনের আয়োজন করা হয়। দেশের মানবসম্পদ খাতে একটি সমন্বিত ও উন্নয়নমুখী প্ল্যাটফর্ম গড়ে তোলার লক্ষ্যে এফবিএইচআরও-এর এই উদ্যোগ বিশেষ গুরুত্ব বহন করে।
কনভেনশনের মূল উদ্দেশ্য ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও ডিজিটাল উদ্ভাবনের যুগে বাংলাদেশের মানবসম্পদ ও ব্যবসায়িক নেতৃত্বকে ভবিষ্যৎ-প্রস্তুত করা, শিল্পখাতের বাস্তব চ্যালেঞ্জ মোকাবিলায় দিকনির্দেশনা প্রদান এবং নীতি প্রয়োগে ব্যবহারযোগ্য সমন্বিত সুপারিশ তৈরি করা।
পূর্ণদিবসের এই আয়োজনে ৬টি লার্নিং সেশন, দেশি-বিদেশি নেতাদের কী-নোট প্রেজেন্টেশন এবং ৪টি উচ্চপর্যায়ের প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কনভেনশন চেয়ার মোঃ কামরুজ্জামান সবুজ। এ ছাড়া বক্তব্য রাখেন এফবিএইচআরও-এর প্রেসিডেন্ট ডঃ মোঃ মোশাররফ হোসেন, ভাইস প্রেসিডেন্ট ডঃ ফরিদ এ সোবহানি এবং প্রফেসর মইনুদ্দিন চৌধুরীসহ আরও অনেকে।
কনভেনশনে দেশের শীর্ষস্থানীয় উদ্যোক্তা, সিইও, এইচআর লিডার, শিল্পবিশেষজ্ঞ ও কর্পোরেট সিদ্ধান্ত গ্রহণকারীরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী আলোচনায় এআই-চালিত ভবিষ্যতের কর্মক্ষেত্র, মানবসম্পদ ব্যবস্থাপনার পরিবর্তন, ট্যালেন্ট ডেভেলপমেন্ট, নেতৃত্ব বিকাশ, কর্মী সক্ষমতা বৃদ্ধি এবং অটোমেশন-ভিত্তিক অপারেশনাল চ্যালেঞ্জ মোকাবিলার মতো সমসাময়িক ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে আসে। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন যে, এই অভিজ্ঞতা ও সমাধানভিত্তিক দৃষ্টিভঙ্গি দেশের এইচআর সেক্টর ও সামগ্রিক ব্যবসায়িক পরিবেশে নতুন দিগন্ত উন্মোচন করবে।
এফবিএইচআরও-এর এই উদ্যোগকে বাংলাদেশের মানবসম্পদ উন্নয়নে একটি জাতীয় আন্দোলন গড়ে তোলার প্রয়াস হিসেবে দেখা হচ্ছে, যা ভবিষ্যৎ অর্থনীতি, কর্মসংস্থান কাঠামো এবং শিল্পখাতের প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। মানবসম্পদই দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ- এই উপলব্ধিকে সামনে রেখে এফবিএইচআরও বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নের পথরেখা আরও শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে।
ডিবিসি/আরএসএল