আন্তর্জাতিক, আরব

এবারও বিদেশিদের হজে যাওয়া বন্ধের কথা ভাবছে সৌদি আরব

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৬ই মে ২০২১ ০৫:৫৭:২৮ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিশ্বে করোনা সংক্রমণ বাড়ার পাশাপাশি নতুন ধরন নিয়ে উদ্বেগের কারণে এবারও বিদেশিদের হজে যাওয়া বন্ধের কথা ভাবছে সৌদি আরব। বুধবার সংশ্লিষ্ট দুই কর্মকর্তা বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

তারা জানান, বিদেশিদের হজের ওপর নিষেধাজ্ঞা আরোপ নিয়ে আলোচনা হয়েছে। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ পদক্ষেপ নেয়া হলে হজ হবে সীমিত পরিসরে। সেক্ষেত্রে সৌদি নাগরিকদের মধ্যে যারা টিকা নিয়েছেন বা অন্তত ছ’মাস আগে করোনা থেকে সেরে উঠেছেন, তারা হজ করার সুযোগ পেতে পারেন।

গত বছর প্রায় সাত মাস বন্ধ থাকার পর অক্টোবরে ওমারাহ পালনের জন্য সৌদি আরবের মসজিদুল হারাম খুলে দেয়া হয়। গত মার্চে সৌদি আরব সরকার বলেছিল, যারা করোনার টিকা নিয়েছেন কেবল তাদেরই হজ করার অনুমতি দেয়া হবে।

আরও পড়ুন