সামাজিক যোগাযোগ মাধ্যমে এবার আরও একধাপ এগোলো বাংলাদেশ আওয়ামী লীগ। ফেসবুক ও ইউটিউবের পর এবার টিকটক অ্যাকাউন্ট খুলেছে ক্ষমতাসীন এই দল। গুজব প্রতিরোধসহ ‘সরকারবিরোধী নানা অপপ্রচারের পাল্টা জবাব দিতে’ এই অ্যাকাউন্ট খোলা হয়েছে।
শুক্রবার (২ জুন) দলটির ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তাদের টিকটক পেজে যুক্ত হতে আহ্বান জানানো হয়। ফেসবুক পোস্টে বলা হয়, ‘বাংলাদেশ আওয়ামী লীগের টিকটক অ্যাকাউন্ট ফলো করুন। একই সঙ্গে বন্ধুদের ইনভাইটেশন দিন।’
আওয়ামী লীগের টিকটক অ্যাকাউন্টের লিংক (https://www.tiktok.com/@albdofficial) যুক্ত করা হয়েছে ওই পোস্টে। সেইসঙ্গে কিউআর কোডও দেওয়া হয়েছে।
টিকটক অ্যাকাউন্ট খোলার বিষয়ে জানতে চাইলে দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ বলেন, ‘বিস্তারিত বলতে হলে আমার জেনে জানাতে হবে।’
দলের গবেষণা প্রতিষ্ঠান সিআরআই ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ ফেইসবুক পেজটি পরিচালনা করে। জানতে চাইলে সিআরআইয়ের সমন্বয়ক তন্ময় আহমেদ বলেন, ‘এটা আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিজের একটি অংশ। আমরা মূলত ফেইসবুক, ইউটিউবে দলের প্রচার-প্রচারণায় বেশি অ্যাক্টিভ।’
আজ দুপুর ৩টা ৮ মিনিটে দেখা যায়, আওয়ামী লীগের অফিশিয়াল টিকটক অ্যাকাউন্টটি ৪২৫ জন অনুসরণ (ফলোয়ার) করছেন। সেখানে ৩৫২টি ‘লাইক’ পড়েছে। অ্যাকাউন্টটিতে গত দুই দিনে চারটি ভিডিও আপলোড করা হয়েছে।