আন্তর্জাতিক

এবার ট্রাম্পকে নোবেলের জন্য মনোনীত করবে আর্মেনিয়া-আজারবাইজান

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ৯ই আগস্ট ২০২৫ ০৫:৪৫:৩৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আর্মেনিয়া-আজারবাইজান দু্ই দেশের নেতারাই দীর্ঘস্থায়ী সংঘাতের অবসানে সহায়তা করার জন্য ট্রাম্পের ভূয়সী প্রশংসা করেছেন। কৃতজ্ঞতাস্বরূপ, তারা ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করবেন বলেও ঘোষণা দিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কূটনৈতিক উদ্যোগে দক্ষিণ ককেশাসের দুই বিবদমান দেশের মধ্যে একটি ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

 

হোয়াইট হাউস থেকে দেওয়া এক ঘোষণায় প্রেসিডেন্ট ট্রাম্প জানান, দেশ দুটি যুদ্ধ বন্ধ করতে, নিজেদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনরায় চালু করতে এবং একে অপরের ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানাতে সম্মত হয়েছে।

 

এই চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলোর মধ্যে একটি হলো, দক্ষিণ ককেশাসের মধ্য দিয়ে যাওয়া একটি কৌশলগত ট্রানজিট করিডোর উন্নয়নের একচেটিয়া অধিকার পেয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের মতে, এই করিডোরটি এই অঞ্চল থেকে জ্বালানি এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদের বৃহত্তর রপ্তানি সহজতর করবে, যা মার্কিন অর্থনৈতিক স্বার্থে একটি বড় বিজয় হিসেবে দেখা হচ্ছে।

 

প্রেসিডেন্ট ট্রাম্প আরও জানান, যুক্তরাষ্ট্র উভয় দেশের সঙ্গে জ্বালানি, বাণিজ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসহ প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর জন্য পৃথক চুক্তিও স্বাক্ষর করেছে। তবে এই চুক্তিগুলোর বিস্তারিত বিবরণ এখনো জনসমক্ষে প্রকাশ করা হয়নি।

 

তথ্যসূত্র রয়টার্স

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন