বিনোদন, বলিউড

এবার নেটফ্লিক্স সিরিজে দেখা যাচ্ছে শাহরুখকে

আনোয়ার হোসেন

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১০ই অক্টোবর ২০১৯ ০৭:৩৩:৪০ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ডেভিড লেটারম্যানের সঞ্চালনায় নেটফ্লিক্সে শুরু হচ্ছে 'মাই নেক্সট গেস্ট নিডস নো ইন্ট্রোডাকশন'। এই টক শোয়ে প্রথমদিনই অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বলিউড বাদশা শাহরুখ খান। সম্প্রতি, প্রকাশ্যে এসেছে শোয়ের প্রথম এপিসোডের টিজার।

টিজারে শাহরুখকে বিশ্বের অন্যতম জনপ্রিয় তারকা বলে উল্লেখ করেন ডেভিড লেটারম্যান। সম্প্রতি মুম্বাইতে শাহরুখের বাড়িতে হাজির হয়েছিলেন ডেভিড লেটারম্যান। টিজারে সেকথাও শাহরুখের কথায় উঠে আসে। শাহরুখের পরিবারের সঙ্গে ইদ সেলিব্রেট করেন ডেভিড লেটারম্যান। শাহরুখ নিজের হাতে তাঁকে ইতালিয়ান খাবার বানিয়ে খাওয়ান। টিজারে রয়েছে সেই সমস্ত দৃশ্যের কিছু ঝলক। 

এধরনের মানুষের সঙ্গে সময় কাটানো একটা অসাধারণ অভিজ্ঞতা বলেও জানান শাহরুখ। অন্যদিকে, কিং খানের সঙ্গে কাটানো এই মুহূর্তগুলি তাঁর জীবনের অন্যতম সেরা ও মজাদার মুহূর্ত বলে উল্লেখ করেন ডেভিড লেটারম্যান।

'মাই নেকস্ট গেস্ট নিডস নো ইন্ট্রোডাকশন' এর ১ মিনিটের টিজারে অবশ্য এর থেকে বেশি কিছুই জানা যাচ্ছে না। ডেভিড লেটার ম্যানের সঙ্গে শাহরুখের এই টক শোয়ের এই এপিসোডটি দেখা যাবে আগামী ২৫ অক্টোবর।

 

 

আরও পড়ুন