অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়) এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (আগের নাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) উপাচার্য অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান তার পদ থেকে সরে দাঁড়িয়েছেন।
মঙ্গলবার (৩০শে ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে এবং মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
জারিকৃত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নির্বাহী ক্ষমতা অনুশীলনের দায়িত্বে থাকা বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানের পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতি গ্রহণ করেছেন।
উল্লেখ্য, বিগত বছরের নভেম্বর মাসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনজনকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ প্রদান করেছিলেন। স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাদের দাপ্তরিক কাজে সহায়তা এবং নির্বাহী ক্ষমতা প্রয়োগের লক্ষ্যে তাদের এই দায়িত্ব দেওয়া হয়েছিল।
সেই সময়ে নিয়োগপ্রাপ্তদের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর দায়িত্ব পেয়েছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) খোদা বকশ চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন অধ্যাপক এম আমিনুল ইসলাম এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান অধ্যাপক সায়েদুর রহমান।
এর আগে অধ্যাপক এম আমিনুল ইসলাম তার পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। সর্বশেষ গত ২৫শে ডিসেম্বর পদত্যাগ করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী।
ডিবিসি/এএমটি