পশ্চিম ইউরোপের দেশ লুক্সেমবার্গ সরকার ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে।
দেশটির প্রধানমন্ত্রী লুক ফ্রিডেন এবং পররাষ্ট্রমন্ত্রী জেভিয়ার বেটেল একটি সংসদীয় কমিশনে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তবে চূড়ান্ত ঘোষণাটি এককভাবে নয়, বরং ফ্রান্স এবং যুক্তরাজ্যের মতো অন্যান্য দেশের সঙ্গে সমন্বয় করে জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া হবে।
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রো গত জুলাইয়ে বলেছিলেন, 'মধ্যপ্রাচ্যে একটি ন্যায় ও স্থায়ী শান্তির প্রতি আমাদের ঐতিহাসিক প্রতিশ্রুতির কারণে, আমি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।' তিনি বলেছিলেন, গাজায় যুদ্ধ বন্ধ করা এবং বেসামরিক জনগণের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এখন সবচেয়ে জরুরি।
আগামী ২২শে সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়ে একটি বৈঠকের সহ-আয়োজক হবে ফ্রান্স ও সৌদি আরব।
অস্ট্রেলিয়া, কানাডা, বেলজিয়াম এবং যুক্তরাজ্যও শর্তসাপেক্ষে বৈঠকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছে।
তথ্যসূত্র দ্য জেরুজালেম পোস্ট।
ডিবিসি/এমইউএ