অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের পিটুনিতে ২০ বছরের এক আমেরিকান নাগরিক নিহত হয়েছেন বলে নিহতের পরিবার ও মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে। শুক্রবার রামাল্লার উত্তরে সিনজিল শহরে এই হামলার ঘটনা ঘটে।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহত তরুণের নাম সাইফোল্লাহ মুসাল্লেত। তিনি ফ্লোরিডার টাম্পা শহরের বাসিন্দা ছিলেন। তার পরিবার জানায়, তিনি ফিলিস্তিনে তার পরিবারের সাথে দেখা করতে এসেছিলেন।
মার্কিন পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র রয়টার্সকে বলেছেন, "আমরা পশ্চিম তীরে একজন মার্কিন নাগরিকের মৃত্যুর বিষয়ে অবগত আছি।" তিনি নিহত ব্যক্তির পরিবারের গোপনীয়তার সাথে জানিয়ে এর বেশি মন্তব্য করতে রাজি হননি। মানবাধিকার কর্মীরা এই হত্যাকাণ্ডের জন্য দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে মার্কিন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
এই হামলায় মোহাম্মদ শালাবি নামে আরও একজন ফিলিস্তিনি বসতি স্থাপনকারীদের গুলিতে নিহত হয়েছেন বলে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে।
সাইফোল্লাহ মুসাল্লেতের চাচাতো বোন ফাতমাহ মুহাম্মদ সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে জানান, সাইফ আল-দিন মুসালাত নামেও পরিচিত তার ভাই ফ্লোরিডায় তার বাড়ি থেকে ফিলিস্তিনে পরিবারের সাথে দেখা করতে এসেছিলেন।
মানবাধিকার সংস্থাগুলো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে, পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা প্রায়শই ফিলিস্তিনিদের বাড়িঘর ও যানবাহনে অগ্নিসংযোগ এবং লুটপাট চালায়। অনেক সময় ইসরায়েলি সামরিক বাহিনী এই হামলাকারীদের সুরক্ষা দেয় এবং প্রতিরোধ করতে আসা ফিলিস্তিনিদের উপর গুলি চালায়।
জাতিসংঘসহ বিশ্বের প্রধান মানবাধিকার সংস্থাগুলো পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে বিবেচনা করে। তাদের মতে, এটি ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার একটি বৃহত্তর কৌশলের অংশ।
তথ্যসূত্র আল জাজিরা।
ডিবিসি/এমইউএ