করোনার কারণে কুষ্টিয়ায় বাউল সম্রাট ফকির লালন সাঁইজির ১৩০তম তিরোধান দিবসের অনুষ্ঠান হচ্ছে না
রবিবার বিকেলে কুষ্টিয়ার জেলা প্রশাসকের সভাকক্ষে লালন একাডেমির অ্যাডহক কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া।
অ্যাডহক কমিটির সভাপতি জেলা প্রশাসক আসলাম হোসেনের সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় লালন সাঁইজির ১৩০তম তিরোধান দিবসের অনুষ্ঠান নিয়ে আলোচনা হয়। পরে, চলমান করোনা পরিস্থিতির কারণে এবারের অনুষ্ঠান না করার ব্যাপারে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন।
১লা কার্তিক ছেঁউড়িয়ায় আখড়া বাড়িতে লালন সাঁইজির ১৩০তম তিরোধান দিবসের অনুষ্ঠান হওয়ার কথা ছিল।