বাংলাদেশ, রাজনীতি

এভারকেয়ারে পৌঁছেছেন জোবাইদা রহমান

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

লন্ডন থেকে এসে সরাসরি এভারকেয়ার হাসপাতালে ছুটে যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান। এরআগে শুক্রবার (৫ই ডিসেম্বর) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।

সেখান থেকে আনুষ্ঠানিকতা শেষে বেলা সোয়া ১১টার দিকে তিনি হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন। এরপর বেলা ১১টা ৫৩ মিনিটে তার গাড়িবহর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়।

 

বিমানবন্দরে জুবাইদা রহমানকে স্বাগত জানান যুক্তরাজ্যের চিকিৎসক রিচার্ড বেলি, জুবাইদা রহমানের বড় বোন শাহিনা খান জামান, তার স্বামী অবসরপ্রাপ্ত এয়ার কমোডর সৈয়দ শফিউজ্জামান এবং মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন। এ সময় বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলাম শামস, শারমীন আখতার ও অবসরপ্রাপ্ত মেজর মঈনুল হোসেন উপস্থিত ছিলেন।

 

এদিকে, কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি যান্ত্রিক ত্রুটির কারণে শুক্রবার ঢাকায় না পৌঁছানোয় খালেদা জিয়ার বিদেশযাত্রার বিষয়টি পিছিয়েছে। এ প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কারিগরি জটিলতার কারণে শুক্রবার এয়ার অ্যাম্বুলেন্সটি আসতে পারেনি। সব ঠিক থাকলে শনিবার এটি ঢাকায় পৌঁছাতে পারে।

 

তিনি আরও বলেন, "ম্যাডামের শারীরিক অবস্থা যদি ভ্রমণের অনুকূলে থাকে এবং মেডিকেল বোর্ড যদি অনুমতি দেয়, তবে আগামী রবিবার (৭ই ডিসেম্বর) তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন।"

 

ডিবিসি/এসএফএল

আরও পড়ুন