সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা আজ বুধবার (৩১শে ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ভোরে তাঁর মৃত্যুর পর মরদেহ ঢাকার এভারকেয়ার হাসপাতালেই রাখা হয়েছিল। জানাজার উদ্দেশ্যে আজ হাসপাতাল থেকে মরদেহ প্রথমে তাঁর গুলশানের বাসভবনে এবং পরে সংসদ ভবন এলাকায় নিয়ে যাওয়া হবে। এ উপলক্ষে মরদেহবাহী গাড়িবহর চলাচলের রুট ম্যাপ প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি তালেবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেগম খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে বের হয়ে ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’ ও কুড়িল ফ্লাইওভার দিয়ে নৌ সদর দপ্তর হয়ে প্রথমে গুলশানে তাঁর বাসভবন ‘ফিরোজা’য় নেওয়া হবে। সেখানে কিছুক্ষণ রাখার পর গুলশান-২ ও কামাল আতাতুর্ক এভিনিউ হয়ে এয়ারপোর্ট রোড দিয়ে মহাখালী ফ্লাইওভার, জাহাঙ্গীর গেট, বিজয় সরণি ও উড়োজাহাজ ক্রসিং হয়ে বামে মোড় নিয়ে সংসদ ভবনের ৬ নম্বর গেট দিয়ে দক্ষিণ প্লাজায় পৌঁছাবে।
ডিএমপি আরও জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রীর মরদেহ বহনকারী কনভয় যাতায়াতের সময় নিরাপত্তার স্বার্থে উল্লিখিত সড়কগুলোতে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। নগরবাসীকে এ সময় ট্রাফিক নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
ডিবিসি/পিআরএএন