খেলাধুলা, ফুটবল

এমএলএস কাপ ফাইনালে মেসি বনাম মুলার দ্বৈরথ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) কাপের ফাইনালে আজ রাতে প্রথমবারের মতো মাঠে নামছে লিওনেল মেসির ইন্টার মায়ামি।

নিজেদের হোম গ্রাউন্ড চেজ স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ভ্যাঙ্কুবার হোয়াইটক্যাপস। এই ফাইনালে বাড়তি উন্মাদনা যোগ করছে মেসি ও জার্মান তারকা টমাস মুলারের দ্বৈরথ। সম্প্রতি কানাডিয়ান ক্লাব ভ্যাঙ্কুবারে যোগ দিয়েছেন মুলার, যা সফরকারীদের শক্তি ও সাহস অনেকটাই বাড়িয়ে দিয়েছে।

 

মায়ামির জন্য প্রতিপক্ষ ভ্যাঙ্কুবার খুব একটা সুখকর নয়, কারণ চলতি বছরে দুইবারের দেখাতেই হারের স্বাদ পেতে হয়েছে টাটা মার্তিনোর শিষ্যদের। তবে মেসির সাম্প্রতিক ফর্ম ও ঘরের মাঠের সুবিধা নিয়ে আত্মবিশ্বাসী মায়ামি শিবির।

 

মেসি-সুয়ারেজ জুটির বিপরীতে মুলারের উপস্থিতি ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। নিজেদের শেষ পাঁচ ম্যাচে উভয় দলই মাত্র একটি করে ম্যাচে হেরেছে এবং ভালো ফর্ম নিয়েই কনফারেন্স কাপ শেষ করে ফাইনালে জায়গা করে নিয়েছে।


ডিবিসি/এএমটি

আরও পড়ুন