বাংলাদেশ, শিক্ষা

এমপিওভুক্ত হলো নতুন ৯১ শিক্ষাপ্রতিষ্ঠান

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

বুধবার ১৮ই অক্টোবর ২০২৩ ০১:১৯:৩৫ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশের ৯১টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে (স্কুল ও কলেজ) এমপিওভুক্ত করা হয়েছে।

বুধবার (১৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এমপিওভুক্তির আলাদা ৫টি আদেশ জারি করে। এসব আদেশে উল্লেখ করা হয়, ৯১টি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার একটি অংশ সরকার দিতে সম্মত হয়েছে।

এমপিওভুক্তির শর্তে বলা হয়, শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ও শৃ্ঙ্খলা সংক্রান্ত বিষয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী কার্যকর হবে। তবে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের যোগ্যতা ও অভিজ্ঞতা নিয়োগকালীন বিধিবিধান ও সংশ্লিষ্ট পরিপত্র মোতাবেক প্রযোজ্য হবে।

নিবন্ধন প্রথা চালুর আগে বিধিসম্মতভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা সুযোগ পাবেন। কিন্তু পরবর্তীতে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের এমপিওভুক্তির জন্য নিবন্ধন সনদ প্রযোজ্য হবে।

যেসব শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য বিবেচিত হয়েছে, সেসবের মধ্যে কোনও প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী কাম্য যোগ্যতা রজায় রাখতে ব্যর্থ হলে সেসব প্রতিষ্ঠানের এমপিও স্থগিত করা হবে। পরবর্তীতে কাম্য যোগ্যতা অর্জন সাপেক্ষে স্থগিত এমপিও অবমুক্ত করার বিষয়টি বিবেচনা করা হবে।

যেসব তথ্যের আলোকে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে, সেক্ষেত্রে কোনও তথ্য ভুল বা মিথ্যা প্রমাণিত হলে তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তথ্যের সঠিকতা সাপেক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানের অনুকূলে এমপিওভুক্তির আদেশ কার্যকর হবে।

ডিবিসি/আরপিকে

আরও পড়ুন