খেলাধুলা, ফুটবল

এমি মার্তিনেজকে কিনতে চায় পিএসজি, ছাড়বে দোনারুম্মাকে

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ৪ঠা আগস্ট ২০২৫ ০২:০৪:১৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলকিপার এমি মার্তিনেজকে দলে ভেড়াতে চায় ফরাসী ক্লাব পিএসজি। এ নিয়ে ট্রান্সফার মার্কেটে শুরু হয়েছে নতুন গুঞ্জন।

নিজেদের বর্তমান গোলকিপার জিয়ানলুইজি দোনারুমার উপর আস্থা কমে আসার কারণেই এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে পারিসিয়ানরা, তেমনটাই জানাচ্ছে ফুটবল বিষয়ক আর্ন্তজাতিক ওয়েবসাইট গুলো।

 

অ্যাস্টন ভিলা ছাড়ার ঘোষণা দিয়ে, আবার সেই ভিলাতেই নিয়মিত করছেন অনুশীলন। তাকে কেনার জন্য হাত বাড়িয়েও গুটিয়ে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সব মিলিয়ে এই একজন ফুটবলারের দলবদলের বিষয়টি হয়ে উঠেছে দারুন ইন্টারেস্টিং। বলা হচ্ছে, আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোল কিপার এমি মার্তিনেজের কথা।

 

গত মৌসুম শেষ করেই ঘোষণা দেন অ্যাস্টন ভিলা পর্ব শেষ করে নতুন ঠিকানায় যেতে চান মার্তিনেজ। সেই ঘোষণার পর মোটা অংকের ট্রান্সফার ফি হাকিয়ে গোফ বাগিয়ে বসেন ভিলা কর্তারা। চার কোটি মার্কিন ডলারের ট্রান্সফার ফির কথা শুনে ও পথে পা বাড়ায়নি ম্যানচেস্টার ইউনাইটেড। তবে মার্তিনেজকে তাদের দরকার, সেটাও প্রকাশ্যেই বলে আসছে ম্যানইউ।

 

সাধ্যের বাইরে ট্রান্সফার ফি হওয়ায়, বিকল্প পথে আর্জেন্টাইন বাজ পাখিকে রেড ডেভিল জার্সি পড়ানোর চিন্তা করে মানইউ। ধারে নিতে চাইলেও সেই আলোচনায় আগ্রহ দেখায়নি মার্তিনেজের বর্তমান ক্লাব অ্যাস্টন ভিলা।  আপাতত হিমাগারেই রয়েছে ম্যানইউয়ের মার্তিনেজ ভাবনা। তবে আফসোসটাযে তীব্র থেকে তীব্রতর হচ্ছে সেটার এখনও পাওয়া যায়, ফুটবল বিষয়ক গনমাধ্যম গুলোতে।

 

এমি মার্তিনেজকে দলে নেয়ার বিষয়ে সব শেষ আগ্রহ প্রকাশ করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই। তেমনই খবর প্রকাশ করেছে ফুটবল বিষয়ক জনপ্রিয় এক গণমাধ্যম। সেই খবর একাধারে খুশি আবার মন খারাপের কারণও হয়ে দাড়িয়েছে ম্যানইউ ফ্যানদের জন্য। এমি মার্তিনেজকে দলে নেয়ার পর দোনারুমাকে কি সাইড লাইনে বসিয়ে রাখবেন রুবেন অ্যামোরিম!

 

জিয়ানলুইজি দোনারুমাকে নিয়ে আপাতত আস্থার সঙ্কট রেড ডেভিল টেন্টে। সেখান থেকেই মার্তিনেজের দিকে চলে এসেছে নজর। ফাইনাল কলের জন্য প্রয়োজন চার কোটি ডলার, সেখানেও হিসাব নিকাশ কষছে প্যারিস সেইন্ট জার্মেই। অন্যদিকে পিএসজি ছাড়লেই দোনারুমাকে ঘরে তোলার জন্য ওত পেতে বসে বসে আছে ম্যানইউ ।

 

ডিবিসি/ এইচএপি

আরও পড়ুন