এশিয়া কাপের সূচি প্রকাশের পর এবার টুর্নামেন্টের ভেন্যু ও ম্যাচ শুরুর সময়সূচিও ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়াম ও দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবারের আসরের সব ম্যাচ অনুষ্ঠিত হবে।
এসিসি শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, একটি ম্যাচ ছাড়া বাকি সবগুলো ম্যাচই বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে।
গ্রুপ পর্বে লিটন কুমার দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল তাদের তিনটি ম্যাচই খেলবে আবুধাবিতে। আগামী ১১ই সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টাইগারদের এশিয়া কাপ মিশন শুরু হবে। এরপর ১৩ ও ১৬শে সেপ্টেম্বর বাংলাদেশ যথাক্রমে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মুখোমুখি হবে।
প্রথম রাউন্ড শেষে প্রতিটি গ্রুপ থেকে সেরা দুটি দল সুপার ফোরে খেলার যোগ্যতা অর্জন করবে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি ২৮শে সেপ্টেম্বর দুবাইতে অনুষ্ঠিত হবে।
ডিবিসি/ এইচএপি