আসন্ন এশিয়া কাপ এবং নেদারল্যান্ডস সিরিজের জন্য এক চমকপূর্ণ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শুক্রবার (২২শে আগস্ট) এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে লিটন কুমার দাসকে অধিনায়ক করে ১৬ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করা হয়। এই দলে অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহানের প্রত্যাবর্তন ঘটেছে। একই সাথে দলে ফিরেছেন সাইফ হাসান ও নাসুম আহমেদ। তবে আশ্চর্যজনকভাবে বাদ পড়েছেন ওপেনার নাইম শেখ।
ঘোষিত ১৬ সদস্যের দলে লিটন দাসের ডেপুটি হিসেবে কে থাকছেন তা এখনো জানানো হয়নি। দলের অন্য সদস্যরা হলেন— তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম এবং মোহাম্মদ সাইফ উদ্দিন।
এছাড়াও, চারজন ক্রিকেটারকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে। তারা হলেন অভিজ্ঞ অলরাউন্ডার সৌম্য সরকার ও মেহেদী হাসান মিরাজ এবং তরুণ স্পিনার তানভীর ইসলাম ও পেসার হাসান মাহমুদ। যেকোনো খেলোয়াড়ের আকস্মিক ইনজুরি বা প্রয়োজনে তারা দলের সাথে যোগ দেবেন।
এশিয়া কাপের এবারের আসর সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ই সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে, যা চলবে ২৮শে সেপ্টেম্বর পর্যন্ত। এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে অংশ নেওয়ার আগে বাংলাদেশ দল ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে একটি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।
নেদারল্যান্ডস-বাংলাদেশ সিরিজটি অনুষ্ঠিত হবে সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি হবে ৩০শে আগস্ট। এরপর ১লা ও ৩রা সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ। ডাচদের বিপক্ষে এই সিরিজটিকে এশিয়া কাপের প্রস্তুতি হিসেবেই দেখছে টিম ম্যানেজমেন্ট। সিরিজ শেষ করেই টাইগাররা সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়বে।
ডিবিসি/এএমটি