আগামী সেপ্টেম্বরে চীনে অনুষ্ঠিত হবে এশিয়ার অলিম্পিক খ্যাত ’এশিয়ান গেমস-২০২২’। এই গেমসের ফুটবল ইভেন্টে অংশ নিবে বাংলাদেশ নারী ও পুরুষ দল। বৃহস্পতিবার (২৭ জুলাই) পুরুষ ও নারী বিভাগে এই প্রতিযোগিতার ড্র অনুষ্ঠিত হয়েছে। যেখানে বাংলাদেশ পুরুষ ও নারী উভয় দলই পড়েছে কঠিন গ্রুপে।
পুরুষ বিভাগে জামাল ভূঁইয়ারা রয়েছেন ‘এ’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ চীন, ভারত ও মিয়ানমার। এদের মধ্যে ফিফা র্যাঙ্কিংয়ে চীনের অবস্থান ৮০ নম্বরে, ভারত আছে ১০০তম স্থানে।
জামালদের মতো কঠিন গ্রুপে পড়েছেন সাবিনা খাতুনরাও। ‘ডি’ গ্রুপে তাদের সঙ্গী জাপান, ভিয়েতনাম ও নেপাল। এরমধ্যে নেপালই একমাত্র বাংলাদেশের কাছে সুপরিচিত দল।
পুরুষদের বিভাগে ২৩টি দল নিয়ে অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ। ড্রয়ে ২৩টি দলকে ৬টি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘ডি’ গ্রুপ ছাড়া বাকি সবগুলোতেই আছে চারটি করে দল, ‘ডি’ গ্রুডে দলসংখ্যা ৩টি।
অন্যদিকে মেয়েদের টুর্নামেন্ট হবে ১৭ দলের মধ্যে। প্রথম তিনটি গ্রুপে আছে তিনটি করে দল, ‘ডি’ ও ‘ই’ গ্রুপে দল চারটি করে।