খেলাধুলা, ক্রিকেট

এশিয়া কাপের প্রস্তুতি, মুশফিক ও তাইজুলদের বিশেষ ফিটনেস টেস্ট

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ১০ই আগস্ট ২০২৫ ০২:৪৫:২৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে ক্রিকেটারদের বিশেষ ফিটনেস টেস্ট নেওয়া হয়েছে। তবে এই গুরুত্বপূর্ণ ফিটনেস টেস্টে অনুপস্থিত ছিলেন টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস।

জাতীয় ফুটবল স্টেডিয়ামে এই ফিটনেস টেস্ট অনুষ্ঠিত হয়, যেখানে ছোট ফরম্যাটের ক্রিকেটারদের পাশাপাশি মুশফিক ও তাইজুলের মতো ক্রিকেটাররাও অংশ নেন। ছুটিতে থাকায় লিটন দাস, তাওহিদ হৃদয়, মুমিনুল হক, ও সাদমান ইসলাম এই ট্রেনিং সেশনে ছিলেন না। তবে ছুটি থেকে ফিরলেই তাদের এই পরীক্ষা দিতে হবে বলে জানানো হয়েছে।

 

গত বুধবার ২৫ সদস্যের প্রাথমিক দল নিয়ে টাইগারদের ক্যাম্প শুরু হয়। মাঝে দুই দিন বিরতির পর রবিবার ২৬ জন ক্রিকেটার জাতীয় স্টেডিয়ামে এই ট্রেনিংয়ে যোগ দেন। এশিয়া কাপের স্কোয়াডের বাইরেও নিয়মিত অনুশীলন সেশনে ছিলেন মুশফিক, তাইজুল, মাহমুদুল জয়ের মতো টেস্ট ক্রিকেটাররা।

 

স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলি ক্রিকেটারদের স্ট্যামিনা পরীক্ষা করার জন্য ১৬০০ মিটার স্প্রিন্ট করান। এর জন্য সময় বেঁধে দেওয়া হয় ৬ মিনিট ৪০ সেকেন্ড। দুটি গ্রুপে ভাগ করে এই পরীক্ষা নেন তিনি।

 

ডিবিসি/ এইচএপি

আরও পড়ুন