খেলাধুলা, ক্রিকেট

এশিয়া কাপ জিতে কত প্রাইজমানি পেল টাইগার যুবারা?

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ১৮ই ডিসেম্বর ২০২৩ ০৩:১২:৫৮ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সংযুক্ত আরব আমিরাতে টাইগার যুবারা এশিয়ান শ্রেষ্ঠত্ব অর্জন করল। ৮ জাতির এই ক্রিকেট টুর্নামেন্টে ভারত আর শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে পা রেখেছিল টাইগাররা। ফাইনালে ছিল গ্রুপপর্বের চেনা প্রতিপক্ষ আরব আমিরাত। তাদের বিশাল ব্যবধানে হারিয়ে অসাধারণ এক আসর শেষ করল তারা।

রবিবার (১৭ ডিসেম্বর) দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে একপ্রকার হেসেখেলে উড়িয়েই দিয়েছে বাংলাদেশের ছেলেরা। ১৯৫ রানের বড় ব্যবধানে জয় পেয়ে নিজেদের ইতিহাসে প্রথমবার পেয়েছে এশিয়া কাপ জয়ের স্বাদ। আশিকুর রহমান শিবলীর সেঞ্চুরি, রোহানাত দৌলা বর্ষণ আর মারুফ মৃধার দারুণ বোলিং জুনিয়র টাইগারদের করেছে এশিয়ার সেরা দল।

এশিয়ার সেরা হয়ে বড় আকারের অর্থ পুরস্কারও পেয়েছে বাংলাদেশ। টুর্নামেন্ট জেতার পুরস্কার হিসেবে বাংলাদেশ দলকে ১৫ হাজার ইউএস ডলার প্রাইজমানি তুলে দিয়েছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। বাংলাদেশি টাকায় যার মূল্য ১৬ লাখ ৫৮ হাজার টাকার বেশি

এদিন প্রাইজমানি পেয়েছেন বাংলাদেশের আশিকুর রহমান শিবলীও। ৫ ম্যাচে ৭৫.৬ গড়ে ৩৭৮ রান করেছেন বাংলাদেশের এই ব্যাটার। দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে হয়েছেন ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’। প্রাইজমানি হিসেবে পেয়েছেন ৭৫০ ডলার।

ডিবিসি/আরপিকে 

আরও পড়ুন