২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার (১০ই জুলাই) প্রকাশ করা হবে। দুপুর ২টা থেকে শিক্ষার্থীরা একযোগে অনলাইন এবং নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাদের ফলাফল জানতে পারবে।
এর আগে গত মঙ্গলবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ফল জানার পদ্ধতিগুলো বিস্তারিতভাবে জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষার্থীরা ওয়েবসাইট এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে সহজেই ফল সংগ্রহ করতে পারবে।
অনলাইনে ব্যক্তিগত ফলাফল জানতে শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট www.educationboardresults.gov.bd-এ প্রবেশ করতে হবে। সেখানে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিলেই বিষয়ভিত্তিক নম্বরসহ ফলাফলের শিট দেখা যাবে। আর, শিক্ষা প্রতিষ্ঠানের সম্মিলিত ফলাফল ডাউনলোডের জন্য বোর্ডের ওয়েবসাইটে গিয়ে EIIN নম্বর দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।
মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানার সুযোগ থাকছে। এজন্য ফোনের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর স্পেস দিয়ে রোল নম্বর এবং সবশেষে স্পেস দিয়ে পাসের সাল 2025 লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। উদাহরণস্বরূপ, ঢাকা বোর্ডের কোনো শিক্ষার্থীর রোল নম্বর ১২৩৪৫৬ হলে তাকে SSC Dha 123456 2025 লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফলাফল জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। এদের মধ্যে ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন ছাত্র এবং ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন ছাত্রী। দেশজুড়ে ২ হাজার ২৯১টি কেন্দ্রে ১৮ হাজার ৮৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করে।
ডিবিসি/এএনটি