শিক্ষা

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১০ই জুলাই ২০২৫ ০১:৫২:৫৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার সারা দেশে সম্মিলিতভাবে পাসের হার ৬৮.৪৫ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১০ই জুলাই) দুপুরে ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত পরিসংখ্যান তুলে ধরেন বাংলাদেশ আন্তঃশিক্ষা সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবীর।

 

প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, এ বছর মোট পাস করেছেন ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন শিক্ষার্থী। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে এবার মোট ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন ছাত্রী এবং ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন ছাত্র ছিল। সারাদেশের ৩ হাজার ৭১৫টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 

উল্লেখ্য, গত ১০ এপ্রিল এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে শেষ হয়েছিল ১৩ মে। পরীক্ষা শেষের মাত্র দুই মাসের মধ্যেই ‘বাস্তব মূল্যায়ন নীতি’র ভিত্তিতে এবারের ফল প্রস্তুত করে প্রকাশ করা হলো।

 

ডিবিসি/এএনটি

আরও পড়ুন