বাংলাদেশ, জাতীয়

'এসপিসি ওয়ার্ল্ড' সিইও এবং 'নিরাপদ শপ' পরিচালক গ্রেপ্তার

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ৪ঠা অক্টোবর ২০২১ ০৩:০৯:১৭ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গ্রাহকের কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে 'এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসের' প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক আল আমিন এবং 'নিরাপদ শপ' নামে অপর একটি ই-কমার্স প্রতিষ্ঠানের পরিচালকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে সিআইডি।

রবিবার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস অনলাইনে বিভিন্ন পরিষেবা দিয়ে থাকে। বিভিন্ন প্রলোভনে এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস গ্রাহকের কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

একইভাবে 'নিরাপদ শপও' প্রতারণার ব্যবসার সঙ্গে জড়িত। তারা কম মূল্যে পণ্য বিক্রির প্রলোভন দেখিয়ে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছে। আগামীকাল দুপুরে সংবাদ সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত জানাবে সিআইডি।

আরও পড়ুন