চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন যে, তার দেশ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। ভারতীয় পণ্যের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র কঠোর শুল্ক আরোপ করার মাত্র পাঁচ দিন পরে মোদির এই মন্তব্য বেইজিংয়ের সাথে নয়াদিল্লির সম্পর্ক নতুন দিকে মোড় নেওয়ার ইঙ্গিত দিচ্ছে।
চীনের তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংস্থা (SCO) শীর্ষ সম্মেলনের পার্শ্ববৈঠকে দুই নেতার এই আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘আমরা পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস এবং সংবেদনশীলতার উপর ভিত্তি করে আমাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।’
সাত বছরের মধ্যে এটিই প্রধানমন্ত্রী মোদির প্রথম চীন সফর। তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং এশিয়া ও মধ্যপ্রাচ্যের অন্যান্য নেতাদের সাথে এই দুই দিনের সম্মেলনে যোগ দিয়েছেন, যা ‘গ্লোবাল সাউথ’ এর সংহতির একটি প্রদর্শনী হিসেবে দেখা হচ্ছে। মোদি তার এক্স (X) অ্যাকাউন্টে চীনা প্রেসিডেন্টের সাথে বৈঠকের একটি ভিডিও ক্লিপও শেয়ার করেছেন।
বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও ভারতের সাথে সীমান্ত সংক্রান্ত মতপার্থক্য সমাধান এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দেন। চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি (CCTV) অনুসারে, শি আশা প্রকাশ করেন যে এই বৈঠক দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উন্নত করবে এবং এর টেকসই ও স্থিতিশীল উন্নয়নে সহায়তা করবে।
শি জিনপিং বলেন, ‘সীমান্ত সমস্যাকে চীন-ভারত সম্পর্কের সামগ্রিকতাকে সংজ্ঞায়িত করতে দেওয়া উচিত নয়।' তিনি আরও যোগ করেন যে উভয় দেশের মূল লক্ষ্য হওয়া উচিত অর্থনৈতিক উন্নয়ন। শি বলেন, 'যতক্ষণ দুই দেশ প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হিসেবে কাজ করবে এবং একে অপরের জন্য হুমকি না হয়ে উন্নয়নের সুযোগ তৈরি করবে, ততক্ষণ চীন-ভারত সম্পর্ক বিকশিত হবে এবং স্থিরভাবে এগিয়ে যাবে।’
সূত্র: আল জাজিরা
ডিবিসি/এনএসএফ