আন্তর্জাতিক, ভারত

এ বছরও আসন্ন পূজা উপলক্ষে ইলিশ রপ্তানির অনুরোধ জানিয়েছে ভারত

কোলকাতা প্রতিনিধি

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৯শে জুলাই ২০২৫ ১১:০৮:১৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পশ্চিমবঙ্গে ইলিশ মাছ রপ্তানির অনুমতি চেয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে চিঠি দিয়েছে 'ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন'। মঙ্গলবার (২৯শে জুলাই) কলকাতার এই মৎস্য ব্যবসায়ী সংগঠনটি অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে এই চিঠি পাঠায়।

আর মাত্র দুই মাসেরও কম সময়ের মধ্যে শুরু হতে যাচ্ছে বাঙালির প্রাণের উৎসব দুর্গাপূজা। সেপ্টেম্বরের শেষে পশ্চিমবঙ্গে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে এবং এরপর ভারতজুড়ে পালিত হবে কালীপূজা ও দীপাবলি। এই উৎসবের মরসুমে গত কয়েক বছর ধরেই ভারত সরকারের অনুরোধে বাংলাদেশ ইলিশ রপ্তানি করে আসছে। এবারও তার ব্যতিক্রম হলো না।

 

গত বছরও পূজা মৌসুমে পররাষ্ট্র উপদেষ্টার হস্তক্ষেপে ইলিশ গিয়েছিল ভারতে। এ জন্য চিঠিতে কৃতজ্ঞতা প্রকাশ করে লেখা হয়েছে, অত্যন্ত বিনীত ও শ্রদ্ধার সাথে আপনাকে জানানো যাচ্ছে যে, গত বছর আপনার হস্তক্ষেপের ফলে ভারত ২,৪২০ মেট্রিক টন ইলিশ মাছ আমদানির অনুমতি পেয়েছিল। পদ্মার ইলিশ পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরার মৎস্য প্রেমীদের জন্য একটি সুস্বাদু এবং জনপ্রিয় মাছ।

 

চিঠিতে আরও বলা হয়, দুর্গাপূজা-২০২৫ এর কাউন্টডাউন শুরু হওয়ায়, আমরা আপনাকে আসন্ন দুর্গাপূজার জন্য ইলিশ মাছ রপ্তানির অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করছি।

 

তবে প্রতি বছর অনুমোদিত ইলিশের সম্পূর্ণ কোটা আমদানি করতে না পারায় আক্ষেপ প্রকাশ করেছে সংগঠনটি। চিঠিতে উল্লেখ করা হয়, গত বছর আপনার অফিস কর্তৃক প্রদত্ত ২,৪২০ মেট্রিক টন ইলিশ মাছের মধ্যে মাত্র ৫৭৭ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানি করা সম্ভব হয়েছিল। তার আগের বছর (২০২৩) ৩, হাজার ৯৫০ মেট্রিক টনের মধ্যে মাত্র ৫৮৭ মেট্রিক টন, ২০২২ সালে ২,৯০০ মেট্রিক টনের মধ্যে ১,৩০০ মেট্রিক টন এবং ২০২১ সালে ৪,৬০০ মেট্রিক টনের মধ্যে ১,২০০ মেট্রিক টন ইলিশ আমরা আমদানি করতে পেরেছি।

 

এই সমস্যার কারণ হিসেবে রপ্তানির জন্য বেঁধে দেওয়া সময়সীমাকে দায়ী করা হয়েছে। ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, প্রায় প্রতি বছরই আমরা অনুমোদিত ইলিশ মাছের সম্পূর্ণ পরিমাণ গ্রহণ করতে ব্যর্থ হই। কারণ রপ্তানি পারমিটগুলি একটি নির্দিষ্ট সময়, যেমন ৩০ থেকে ৪৫ দিনের মধ্যে সীমাবদ্ধ থাকে। এত বিশাল পরিমাণ রপ্তানির জন্য এই সময়সীমা আসলে যথেষ্ট নয়। এই সমস্যার সমাধানে সময়সীমা ছাড়া ইলিশ রপ্তানির অনুমতি দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

 

চিঠির শেষে, অন্তর্বর্তী সরকারের এক বছর সফলভাবে সম্পন্ন করায় এবং আগামী দিনগুলোর জন্য অভিনন্দন জানিয়েছে পশ্চিমবঙ্গের 'ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন'। সংগঠনটি বর্তমান সরকারের আমলে ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছে।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন