অন্তর্বর্তী সরকারকে নিয়ন্ত্রণ করতে নতুন নতুন তথ্য ও আইডিয়া দিয়ে একটি মহল ষড়যন্ত্র করছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ছাড়া কোনো সংস্কার দেশের জন্য মঙ্গল বয়ে আনবে না। গণতন্ত্র ও জনগণের ভোটের মালিকানা নিশ্চিত করতে দ্রুত একটি নির্বাচিত সরকারের প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।
শনিবার (২ আগস্ট) রাজধানীর নীলক্ষেতে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। আমির খসরু ঐকমত্য কমিশনের প্রস্তাবের বিষয়ে বলেন, কমিশনের সব প্রস্তাবে একমত হতে হবে, এমন চিন্তা বাকশালী চিন্তারই নামান্তর।
এদিকে, রাজধানীর এফডিসিতে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ও জুলাই চেতনা নিয়ে আয়োজিত অন্য এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতা নজরুল ইসলাম খানও নির্বাচিত সরকার ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বেশি দিন অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকলে দেশের গণতান্ত্রিক কাঠামো ধ্বংস হয়ে যায়।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদও একই সুরে কথা বলেন। তিনি নির্বাচিত সরকারের মাধ্যমেই জনগণের মালিকানা ফিরিয়ে দেয়ার ওপর জোর দেন। নেতারা জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে অবিলম্বে একটি সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানান।
ডিবিসি/কেএলডি