বাংলাদেশ, জাতীয়

ঐতিহাসিক মুজিবনগর সরকার গঠন দিবস আজ

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

সোমবার ১০ই এপ্রিল ২০২৩ ০৭:২৪:৫৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরুর ১ মাস পর প্রথম অস্থায়ী সরকার গঠন করা হয়। যা মুজিবনগর সরকার নামে পরিচিত। আজ ১০ এপ্রিল। ঐতিহাসিক মুজিবনগর সরকার গঠন দিবস।

১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলার (বর্তমান উপজেলা মুজিবনগর) আম্রকাননে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে মুজিবনগর সরকার।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি এবং সৈয়দ নজরুল ইসলামকে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করা হয়।

মন্ত্রিসভার অন্য সদস্যরা হলেন- তাজউদ্দীন আহমদ ( প্রধানমন্ত্রী)। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী ছিলেন ক্যাপ্টেন মনসুর আলী এবং এ. এইচ. এম কামারুজ্জামানকে স্বরাষ্ট্র এবং ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়।

১৯৭১ সালের ২৫ মার্চের মধ্য রাতে পাকিস্তানি সেনাবাহিনী নিরস্ত্র বাঙালিদের উপর হামলা চালানোর পর গ্রেপ্তার হওয়ার আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। প্রবাসী সরকারের অধ্যাদেশে বঙ্গবন্ধুর ঘোষণাকে দৃঢ়ভাবে সমর্থন করা হয়।

জেনারেল আতাউল গনি ওসমানী অস্থায়ী সরকারের মুক্তিবাহিনীর প্রধান কমান্ডার ও মেজর জেনারেল আবদুর রব চিফ অব স্টাফ নিযুক্ত হন।

মুজিবনগর সরকারকে ১৫টি মন্ত্রণালয় ও বিভাগে ভাগ করা হয়। এছাড়া, কয়েকটি বিভাগ মন্ত্রিপরিষদের কর্তৃত্বাধীন থাকে। প্রতিরক্ষা মন্ত্রণালয় যুদ্ধরত অঞ্চলকে ১১টি সেক্টরে বিভক্ত করে প্রতিটিতে একজন করে সেক্টর কমান্ডার নিয়োগ দেয়। তবে ১০ নং বা নৌ সেক্টরে কোনো সেক্টর কমান্ডার ছিলেন না। কমান্ডোরা যখন যে এলাকায় অভিযান করতেন, সে সেক্টরের কমান্ডারের অধীনে থাকতেন।

মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মুজিবনগর সরকার শাসনব্যবস্থা পরিচালনার জন্য বিভিন্ন মন্ত্রণালয় গঠন করা হয়। মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য মুক্তিবাহিনী গঠন করা হয়। এই সরকার সাধারণ মানুষকে স্বপ্রণোদিতভাবে দেশকে মুক্ত করার জন্য সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করে এবং দেশ ও বিদেশে এই যুদ্ধের জনমত গঠনে কাজ করে।

ডিবিসি/রূপক

আরও পড়ুন