"লিগ্যাসি | বন্ড | ফিউচার" (Legacy | Bond | Future) এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং বিভাগ। মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে মঙ্গলবার (১লা জুলাই) ব্যবসায় শিক্ষা অনুষদে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিনটি উপলক্ষে বিভাগ প্রাঙ্গণ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং শুভানুধ্যায়ীদের পদচারণায় এক মিলনমেলায় পরিণত হয়। উৎসবমুখর পরিবেশে সকালে বেলুন উড়িয়ে ও কেক কেটে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অধ্যাপক ড. আশরাফুল ইসলাম চৌধুরী, বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সিরাজুল হক, অধ্যাপক হরিপদ ভট্টাচার্য, অধ্যাপক রাজিয়া বেগম, অধ্যাপক ড. এ.বি.এম. শহীদুল ইসলাম, অধ্যাপক জাকির হোসেন ভূঁইয়া, অধ্যাপক সমীর কুমারসহ বিভাগের অন্যান্য শিক্ষকরা।
এছাড়াও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মনির আহমেদ খান ও শরীফুল ইসলাম দুলু, সাধারণ সম্পাদক খন্দকার মো. রাফিক হাসান, কার্যকরী পরিষদের সদস্য, উপদেষ্টামণ্ডলী এবং অনেক প্রবীণ ও নবীন শিক্ষার্থী এ সময় উপস্থিত ছিলেন।
আয়োজন প্রসঙ্গে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অধ্যাপক ড. আশরাফুল ইসলাম চৌধুরী বলেন, "বিভাগের এই দীর্ঘ পথচলা আমাদের সকলের জন্য গর্বের। আজকের এই মিলনমেলা আমাদের ঐতিহ্য, বর্তমানের সুদৃঢ় বন্ধন এবং ভবিষ্যতের সম্ভাবনার এক দারুণ প্রতিচ্ছবি।" দিনব্যাপী আয়োজনে প্রাক্তন ও বর্তমানদের স্মৃতিচারণ, আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখরিত ছিল পুরো বিভাগ। আয়োজকরা জানান, বিভাগের গৌরবময় অতীতকে স্মরণ এবং বর্তমান ও ভবিষ্যতের মধ্যে সেতুবন্ধন তৈরি করাই এই উদযাপনের মূল লক্ষ্য।
ডিবিসি/এএনটি