পবিত্র ওমরাহ পালন করতে এসে মক্কা নগরী থেকে আমেনা বেগম নামে এক বাংলাদেশি নারী হারিয়ে গেছেন। সোমবার (৬ই অক্টোবর) মক্কায় বাংলাদেশ হজ মিশনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ওই নারীর সন্ধান পাওয়ার সাথে সাথে মক্কায় বাংলাদেশ হজ মিশনে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।
বাংলাদেশ হজ মিশন জানায়, ওমরাহ পালনের উদ্দেশ্যে তিনি সৌদি আরবে এসেছিলেন। তবে মক্কায় অবস্থানকালে কোনো এক সময় তিনি সঙ্গীদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন এবং তারপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন। হারিয়ে যাওয়া আমেনা বেগমের গ্রামের বাড়ি পটুয়াখালী গলাচিপার গোলখালী ইউনিয়নে। তার স্বামীর নাম মো. সানু তালুকদার।
হজ মিশনের পক্ষ থেকে বলা হয়, যদি কোনো ব্যক্তি নিখোঁজ আমেনা বেগমের সন্ধান পান বা তাঁর সম্পর্কে কোনো তথ্য জানতে পারেন, তবে দ্রুত মক্কায় অবস্থিত বাংলাদেশ হজ মিশন অথবা জেদ্দা কনস্যুলেটের সাথে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। প্রয়োজনে ০৫৩৮৯৬৫৬৯৫ নম্বরে ফোন করে নিশ্চিত করার অনুরোধ করেছে মক্কায় অবস্থিত বাংলাদেশ হজ মিশন।
ডিবিসি/কেএলডি