আন্তর্জাতিক, আরব

ওমানে প্রবাসীদের জন্য ১ থেকে ৩ বছর মেয়াদি রেসিডেন্স কার্ড চালু

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ১১ই আগস্ট ২০২৫ ১০:৩১:২৮ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ওমানে বসবাসরত প্রবাসী কর্মীদের জন্য রেসিডেন্স কার্ডের মেয়াদ ও ফি কাঠামোতে বড় ধরনের পরিবর্তন এনেছে রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। নতুন নিয়মে প্রবাসীরা এখন থেকে এক, দুই বা তিন বছর মেয়াদের রেসিডেন্স কার্ড বেছে নিতে পারবেন। সম্প্রতি জারি করা এই সিদ্ধান্তে ওমানি নাগরিকদের ব্যক্তিগত আইডি কার্ডের মেয়াদও বাড়িয়ে ১০ বছর করা হয়েছে।

পুলিশ ও কাস্টমসের ইন্সপেক্টর-জেনারেল লেফটেন্যান্ট জেনারেল হাসান বিন মহসিন আল শ্রাইকির জারি করা ৭৮/২০২৫ নম্বর সিদ্ধান্ত অনুযায়ী, প্রবাসীরা এখন তাদের প্রয়োজন অনুযায়ী রেসিডেন্স কার্ডের মেয়াদ বেছে নিতে পারবেন। এক বছরের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ৫ ওমানি রিয়াল, দুই বছরের জন্য ১০ রিয়াল এবং তিন বছরের জন্য ১৫ রিয়াল। তবে কার্ড হারিয়ে গেলে বা নষ্ট হলে নতুন কার্ড নিতে ২০ রিয়াল ফি দিতে হবে।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আইন মেনে চলতে সকল রেসিডেন্স এবং আইডি কার্ডধারীকে মেয়াদ শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে তাদের নথি নবায়ন করতে হবে।

 

রয়্যাল ওমান পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, 'প্রশাসনিক প্রক্রিয়া সহজ করতে এবং বাসিন্দাদের প্রয়োজন অনুযায়ী নমনীয় বিকল্পের জন্য এই সংশোধন করা হয়েছে।'

 

জুন ২০২৫ পর্যন্ত ওমানে প্রায় ১৮ লাখ প্রবাসী কর্মী রয়েছেন। এর মধ্যে ১৪ লাখ বেসরকারি খাতে, ৪১ হাজার সরকারি খাতে এবং ৩ লাখ ৪৯ হাজার গৃহকর্মী হিসেবে কর্মরত।

 

নতুন এই সিদ্ধান্তে ওমানি নাগরিকদের ব্যক্তিগত আইডি কার্ডের মেয়াদ বাড়িয়ে ১০ বছর করা হয়েছে, যা তাদের পাসপোর্টের মেয়াদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ওমানি আইডি কার্ড ইস্যু, নবায়ন বা প্রতিস্থাপনের ফি ১০ রিয়ালই রাখা হয়েছে।

 

সূত্র: গালফ নিউজ

 

ডিবিসি/এমএআর

আরও পড়ুন