রাজধানীর ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে প্রকাশ্য দিবালোকে গুলি করেছে দুর্বৃত্তরা। এই ঘটনার পর বিকেলে তাকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ছুটে যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর ২টা ২৫ মিনিটের দিকে তিনি গুলিবিদ্ধ হন। বিকেল ৫টার দিকে নাহিদ ইসলাম ঢাকা মেডিকেলে পৌঁছান এবং আহত হাদির চিকিৎসার খোঁজখবর নেন। এর আগে দুপুরে গুলিবিদ্ধ হওয়ার পরপরই হাদিকে দ্রুত উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শী ও ইনকিলাব মঞ্চের সদস্যদের সূত্রে জানা যায়, শরিফ ওসমান হাদি একটি রিকশায় করে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।
ইনকিলাব মঞ্চের সদস্য মো. সারোয়ার ঘটনার প্রেক্ষাপট বর্ণনা করে বলেন, আমরা প্রতি শুক্রবার হাদি ভাইয়ের নেতৃত্বে ঢাকা-৮ আসনের নির্দিষ্ট এলাকার মসজিদগুলোতে নির্বাচনী প্রচারণা চালাই। আজ বিজয়নগর এলাকার কিছু মসজিদে প্রচারণার পরিকল্পনা ছিল। সকাল সাড়ে ১১টায় হাদি ভাই আমাদের হাতে মসজিদের তালিকা দিয়ে বলেন, তোমরা এগুলোতে প্রচারণা চালাও, আমি একটি মসজিদে একাই যাচ্ছি। কাজ শেষে আমরা একসঙ্গে দুপুরের খাবার খাব। কিন্তু এরপরই এই নৃশংস ঘটনা ঘটে।
সংগঠনটির আরেক সদস্য ইসরাফিল জানান, হাদি ভাই রিকশায় থাকা অবস্থায় হামলার শিকার হন। তার শরীরে অস্ত্রোপচার চলছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। তিনি দেশবাসীর কাছে হাদির সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
ডিবিসি/এএমটি