বাংলাদেশ, রাজনীতি

ওসমান হাদির মৃত্যুতে জামায়াতের ২ দিনের কর্মসূচি ঘোষণা

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের অন্যতম যোদ্ধা শরীফ ওসমান হাদির ইন্তেকালে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (১৯শে ডিসেম্বর) সন্ধ্যায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দায়িত্বশীলদের এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি শরীফ ওসমান হাদির অকাল প্রয়াণে শোক প্রকাশ, তার মরদেহ গ্রহণ এবং জানাজা সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে মরহুমের রূহের মাগফিরাত কামনায় কর্মসূচি ঘোষণা করা হয়।

 

ঘোষিত কর্মসূচি: শনিবার (২০শে ডিসেম্বর) সারাদেশে জেলা ও মহানগরী শাখায় শরীফ ওসমান হাদির রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠান। রবিবার (২১শে ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানী ঢাকার মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয়ভাবে দোয়া অনুষ্ঠান।

 

বৈঠকে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম, সাবেক এমপি ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম এবং অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

 

বৈঠক থেকে জামায়াত নেতৃবৃন্দ মরহুম শরীফ ওসমান হাদির জন্য দোয়া করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

 

ডিবিসি/ এসএফএল

আরও পড়ুন