শহিদ শওকত ওসমান হাদিকে স্মরণ করে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হলো বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট, যেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।
বিএম গ্লোরির সৌজন্যে আয়োজিত এই টুর্নামেন্টে ৩২টি দলকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছে খন্দকার আব্দুস সোয়াত ও ফজলে রাব্বি জুটি। ইউনিক স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত ফাইনালে চট্টগ্রাম ফাইটারসকে হারিয়ে তারা শিরোপা জিতেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী।
ডিবিসি/ এইচএপি