ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ মোড়।
তীব্র শীত ও ঘন কুয়াশাকে উপেক্ষা করে সকাল থেকেই শাহবাগে জড়ো হতে থাকেন সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ। ডিএমপির পক্ষ থেকে মামলার অগ্রগতির বিষয়ে ব্রিফিং করা হলেও তাতে সন্তুষ্ট হতে পারেননি আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, ১১ জনকে গ্রেপ্তার ও ব্রিফিংয়ের মাধ্যমে মূলত কালক্ষেপণ করা হচ্ছে।
পুলিশের তদন্ত ও পদক্ষেপ নিয়ে অসন্তোষ প্রকাশ করে বিক্ষোভকারীরা মূল সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন। ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের দাবি, হত্যাকাণ্ডের মূল হোতা ফয়সালকে গ্রেপ্তার করতে হবে এবং এই ঘটনার সঙ্গে জড়িত পরিকল্পনাকারীদের চিহ্নিত করে সবার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। গত ১২ই ডিসেম্বর গুলিবিদ্ধ হওয়ার পর ১৮ই ডিসেম্বর মারা যান ওসমান হাদি। এরপর থেকেই তার বিচার দাবিতে টানা আন্দোলন চলছে।
ডিবিসি/আরএসএল