সিগনাল গ্রুপ চ্যাট কেলেঙ্কারিতে আলোচিত মাইক ওয়াল্টজকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সরিয়ে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে আপাতত সেই দায়িত্ব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর তার নিজের বলয়ে এটাই প্রথম বড় পরিবর্তন। অবশ্য ওয়াল্টজকে একেবারে বিদায় করে দেননি তিনি। তাকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করার কথা জানিয়েছেন।
বৃহস্পতিবার (১লা মে) ট্রুথ সোশালে এক পোস্টে ট্রাম্প বলেন, অন্তর্বর্তীকালীন সময়ের জন্য পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করবেন। এবং একইসঙ্গে পররাষ্ট্র দপ্তরে তার শক্তিশালী নেতৃত্ব অব্যাহত থাকবে।
এসময় মার্কো রুবিওর প্রশংসা করে তিনি বলেন, যুদ্ধের ময়দান থেকে কংগ্রেস এবং হোয়াইট হাউস, সব জায়গায় দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছেন মাইক। তেমনভাবে তিনি আন্তর্জাতিক পরিসরেও নেতৃত্ব দেবেন বলে আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। মাইক ওয়াল্টজ মার্চ মাসে একটি সিগনাল গ্রুপ চ্যাট তৈরি করেন, যেখানে ইয়েমেনে হুতিদের ওপর হামলার পরিকল্পনা চলছিল। ভুলবশত সেই গোপন চ্যাটে যুক্ত হয়ে যান সাংবাদিক জেফরি গোল্ডবার্গ। পরে সেই গ্রুপ চ্যাটের কথাবার্তা ফাঁস হলে শুরু হয় তোলপাড়।
ডিবিসি/নাসিফ