খেলাধুলা, ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জিতল নিউজিল্যান্ড

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মাউন্ট মঙ্গানুই টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৩২৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে নিউজিল্যান্ড।

কিউই ওপেনার ডেভন কনওয়ে দুই ইনিংসেই সেঞ্চুরি (২২৭ ও ১০০) করে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন। এছাড়া বল হাতে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে জ্যাকব ডাফি ২৩ উইকেট নিয়ে সিরিজ সেরার পুরস্কার জিতেছেন। ৪১৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শেষ দিনে মাত্র ৯৫ রানেই গুটিয়ে যায় ক্যারিবীয়দের ইনিংস।


এই টেস্টে নিউজিল্যান্ডের দুই ওপেনার ডেভন কনওয়ে ও টম লাথাম দুই ইনিংসেই সেঞ্চুরি করার এক অনন্য রেকর্ড গড়েছেন, যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ব্র্যান্ডন কিং ব্যক্তিগত ৬৭ রান করলেও বাকি ব্যাটাররা ডাফির গতির কাছে পরাস্ত হন। এই জয়ের ফলে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে নিউজিল্যান্ড। তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া।

 

ডিবিসি/এসএফএল

আরও পড়ুন