শনিবার (১২ই জুলাই) রাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ককটেল ফাটিয়ে বিএনপিকে পরাজিত বা দমন করা যাবে না।
তিনি আরও বলেন, কিছু রাজনৈতিক দল স্বাভাবিক আচরণ করতে পারছে না। তারা তাদের কাজের পরিণতির কথা চিন্তা করে না। অনেক ঘটনার সঙ্গে রাষ্ট্রের গভীর থেকে শুরু করে কোনো রাজনৈতিক শক্তি সন্ত্রাসের মাধ্যমে তাদের লক্ষ্যে পৌঁছাতে চায়। যার প্রমাণ এই ককটেল বিস্ফোরণ। এটা শেখ হাসিনার কালচার।
কারও নাম উল্লেখ না করলেও তিনি এই ঘটনার তদন্তের দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের ওপর বর্তায় বলে মন্তব্য করেন। তিনি বলেন, এই ঘটনা প্রকাশ্যে না ঘটায় কারও নাম নেওয়া হচ্ছে না। তবে এটা খুঁজে বের করার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের।
পরিবেশ অস্থিতিশীল করার পেছনে যদি রাষ্ট্রীয় কোনো শক্তি জড়িত থাকে, তার পরিণাম ভালো হবে না বলেও কঠোর হুঁশিয়ারি দেন তিনি।
বিএনপির বিরুদ্ধে অভিযোগ তোলার প্রচেষ্টাকারীদের প্রতি প্রশ্ন রেখে রিজভী বলেন, দলের নামে যারা সন্ত্রাস করবে, চাঁদাবাজি বা দখলবাজি করবে, তাদের প্রতি দল একেবারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।
তিনি আরও বলেন, বাংলাদেশকে কোনো দেশের তাবেদার রাষ্ট্র বানানো যাবে না। শেখ হাসিনা গত ১৬ বছরে যা পারেননি, এখন ককটেল ফাটিয়ে সেই ভয় দেখানোর কথা ভাবলে তারা বোকার স্বর্গে বাস করছে। এই নীতি গ্রহণ করা হলে তার পরিণতি ভালো হবে না।
ডিবিসি/এএমটি