কক্সবাজারের চকরিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ এক নারী অস্ত্র ব্যবসায়ী আটক করেছে পুলিশ। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, জেলা পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, জেলা পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস। বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (১৩ জানুয়ারি) মধ্যরাতে চকরিয়া পৌরসভার মধ্যম পালাকাটায় কাঁলাচান পাড়ার বাসিন্দা জনৈকা নারী অস্ত্র ও গুলি সংগ্রহ করে বিক্রয়ের উদ্দ্যেশে মজুদের খবর পায় পুলিশ। পরে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালায়। এতে সন্দেহজনক বসতঘরটি ঘিরে ফেললে এক নারী কৌশলে দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে পুলিশের নারী সদস্যরা তাকে আটক করতে সক্ষম হয়।
পরে আটক নারীর দেয়া তথ্য মতে, চকরিয়া পৌরসভার পালাকাটা ইমাম উদ্দিন পাড়ায় অভিযান চালিয়ে উক্ত নারীর জামাতা বাপ্পীর বসতঘরে অভিযান চালানো হয়। এসময় বাপ্পীর শয়নকক্ষে তল্লাশী চালিয়ে ১ টি বিদেশি পিস্তল ও ১ টি গুলি উদ্ধার করা হয়।
আটক নারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে চকরিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানা গেছে।
ডিবিসি/এফএইচআর