কক্সবাজারে একটি উড়োজাহাজকে লক্ষ্য করে এক তরুণকে ফুটবল ছুড়ে মারার ভিডিও ভাইরাল হয়েছে। ১৪ সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই ভাইরাল হয়ে যায়।
শনিবার (৩রা মে) সকালের দিকে প্রচারিত ভিডিওটিতে দেখা যায়, সমুদ্রসৈকত থেকে ফুটবলটি পা দিয়ে উড়োজাহাজের দিকে ছুড়ে মারেন এক তরুণ। ভিডিও দেখে মনে হয়, বলটি উড়োজাহাজের অবস্থান থেকে আরও ওপরে ওঠার পর নিচে পড়ে যায়।
আশপাশের ছবি দেখে ধারণা করা হচ্ছে, কক্সবাজারের সুগন্ধা সমুদ্রসৈকতের উত্তর পাশে সিগাল পয়েন্টে ভিডিওটি ধারণ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিও নিয়ে অনেকে বিভিন্ন মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘কাজটা ভালো হলো না। ফুটবলটা মারার কারণে বিমানটা দুর্ঘটনার কবলে পড়তে পারত।’
কক্সবাজার বিমানবন্দরের পক্ষ থেকে বলা হয়, বিমানবন্দর দিয়ে উড্ডয়নের সময় উড়োজাহাজ সাধারণত সমুদ্রসৈকতের ১ হাজার ৪০০ মিটার ওপর দিয়ে যায়। আবার অবতরণের সময় ১ হাজার মিটার পর্যন্ত উঁচুতে থাকে। সে ক্ষেত্রে বালুচর থেকে ছুড়ে মারা ফুটবল বিমান পর্যন্ত আসার সুযোগ নেই। তবে বিমান চলাচলের ক্ষেত্রে সমুদ্রসৈকত এলাকায় ড্রোন ওড়ানো, আকাশে আতশবাজি নিক্ষেপসহ নানা কার্যক্রম নিষিদ্ধ।
ডিবিসি/কেএলডি