কক্সবাজার সদরের পিএমখালীতে ক্ষেতের ধান ছাগলে খাওয়া নিয়ে বিরোধের জেরে সালিশী বৈঠকে প্রতিপক্ষের গুলিতে মোহাম্মদ শরীফ (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (৩০শে নভেম্বর) বিকেল ৪টার দিকে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের নয়া পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শরীফ ওই এলাকার উত্তর নয়া পাড়ার বাসিন্দা এবং পেশায় একজন কৃষক।
নিহতের স্বজনদের অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার স্থানীয় সাবেকুন নাহার নামের এক নারীর পালিত ছাগল কৃষক মোহাম্মদ শরীফের ক্ষেতের ধান খেয়ে নষ্ট করে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বাক-বিতণ্ডা হলে স্থানীয়রা বিষয়টি মিমাংসার উদ্যোগ নেন। এরই ধারাবাহিকতায় রবিবার বিকেলে বিরোধ নিষ্পত্তির জন্য পূর্ব নির্ধারিত সালিশী বৈঠক বসে।
বৈঠক চলাকালে উভয়পক্ষের মধ্যে পুনরায় তর্কাতর্কি শুরু হয়। পরিস্থিতির একপর্যায়ে ছাগল মালিক সাবেকুন নাহারের সঙ্গে আসা আব্দুল করিম নামের এক ব্যক্তি প্রতিপক্ষ মোহাম্মদ শরীফের কোমর ও পায়ে কয়েক রাউন্ড গুলি করেন। এতে শরীফ মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ খান জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। তিনি বলেন, ‘ক্ষেতের ধান ছাগলে খাওয়া নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে এ খুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।’
পুলিশ আরও জানায়, ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ডিবিসি/এনএসএফ